ভর্তির দিন থেকে আপনার জব, ইন্টার্ন বা ফ্রিলান্সিং - ক্যারিয়ারে সফলতা আনতে ওয়ান টু ওয়ান মেন্টরশিপ সাপোর্ট দিতে থাকবো । এই একটি ফিচার বাংলাদেশের সকল কোর্স থেকে সিজন ৪ এর গ্রাফিক ডিজাইন কোর্সকে আলাদা করে দিবে ইন শা আল্লাহ ।
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
ফটোশপ
ইলাস্ট্রেটর
লাইটরুম
ইনডিজাইন
বিহ্যান্স
৩৬ টি
লাইভ ক্লাস
১৮ ঘন্টা
লাইভ সাপোর্ট
রেকর্ড
লাইফটাইম
কোর্স শেষে
সার্টিফিকেট
আপনার লক্ষ্য হোক ক্রিয়েটিভ ডিজাইনার হওয়া
এই কোর্সটি সাজানো হয়েছে ৩০+ প্রজেক্টে । প্রতিটি ক্লাস হবে গুছানো মডিউল ও প্র্যাকটিস শিটের মাধ্যমে ।
এই একটি ব্যাচ আপনার জীবনের অনেক কিছু পরিবর্তন করে দিবে ইনশাআল্লাহ । তবে আপনার মনে রাখতে হবে আপনি শুধু একটি কোর্স নয় জয়েন করছেন একটি পরিবর্তনের জার্নিতে ।
আসন সংখ্যা সীমিত ⚡
আপনার ডিজাইনার হওয়ার স্বপ্ন থাকে তাহলে আপনি এই কোর্সে ভর্তি হতে পারেন ইন শা আল্লাহ আপনি মুগ্ধ হবেন।
ক্লাস শুরুর ৭ দিন পর । আমরা আপনাদের ওর্ডার নাম্বার গুলো কাগজে লিখে লাইভে উত্তলন করবো যাদের নাম আসবে তাদের কে আমরা গিফট গুলো সসম্মানে পাঠিয়ে দিবো ইন শা আল্লাহ ।
কোর্স চলাকালীন প্রতিদিন ২ বেলা সরাসরি লাইভ সাপোর্ট পাওয়া যাবে। এছাড়া কোর্স সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দিতে আমাদের সাপোর্ট টিম সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।